মামলা নং-দেওয়ানী:৮২/১৪
বরাবর,
চেয়ারম্যান সাহেব,
১৩নং ইসলামপুর ইউনিযন পরিষদ,
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
বিষয়:........................................অভিযোগ।
১। মো: শাহা আলম, পিতা-মৃত রশিদ আহমদ, সাং-সাইর মো: পাড়া, ওয়াড নং-০৬, ইসলামপুর, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
=============অভিযোগকারী বাদী।
১। মো: ইউচুপ, পিতা-মৃত টুকু মিয়া, সাং-সাইর মো: পাড়া, ওয়াড নং-০৬, ইসলামপুর, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
===============অভিযুক্ত বিবাদী।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদরশন পূরবক বিনীত নিবেদন এই যে, আমি নিম্ম স্বাক্ষরকারী বাদী নিম্ম লিখিত মতে নিবেদন করছি যে, স্থানীয় মধ্য ঘাগড়া মৌজা ৪৪৩ দাগের উত্তর অংশে বিবাদীর কিছু দখলস্বত্ব জায়গা উপরে উল্লেখিত বিবাদী জবর দখল করিয়া রেখেছে। এই বাদী কয়েক বছর বিদেশে থাকা অবস্থায় উক্ত জায়গা জবর দখল করে। বরতমানে এই বাদী বিবাদীকে জায়গা ছাড়িয়া দিতে বলিলে বিবাদী আমাকে নানা অজুহাত দেখাইয়া তাড়িয়ে দেন।
অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে, বিবাদীকে আপনার আদালতে তলব পূবরক আমার জায়গা উদ্ধার করে দিতে আপনার যেন মরজি হয়।
বিনীত নিবেদক
তারিখ:- ২৫/১০/২০১৪ইং
(মো: শাহা আলম)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস