****মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত ৫ই সেপ্টেম্বর উদ্বোধন করেন ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫, তারই ধারাবাহিকতায় অন্যান্য উপজেলার ন্যায় রাঙ্গুনিয়া উপজেলায়ও অত্যন্ত মনমুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হলো দুইদিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম মজুমদার এর সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় র্স্থায়ী কমিটির সভাপতি ডঃ হাছান মাহমুদ এম, পি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী শাহ, ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, এতে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক মন্ডলী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজ সেবক, সাংবাদিক, রাঙ্গুনিয়ার প্রত্যেক ইউনিয়ন এর সচিবগণ ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র/ছাত্রীসহ সাধারণ মানুষের পদচারণায় মুখরিত হয় এই ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ । ইউনিয়নে কর্মরত উদ্যোক্তারা বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র/ছাত্রীদের ইন্টারনেট এর ব্যবহারের ব্যাপকতা, বিভিন্ন মেইলিং আইডি খোলা, মেইল আদান-প্রদান, স্কুল-কলেজে ভর্তির নিয়মাবলী, বিভিন্ন সরকারি চাকুরীর ফরম পূরণের নিয়মাবলী ইত্যাদি সম্পর্কে অবহিত করেন। এতে করে ভবিষ্যত প্রজন্মের জন্য ইন্টারনেট সম্পর্কিত ভয়-ভীতি যেমন দূরীভূত হচ্ছে তেমনি যুব সমাজের ইন্টারনেট ব্যবহারের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। উপজেলার ১৫ টি ইউনিয়নের মধ্যে ১৩নং ইসলামপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে শ্রেষ্ঠ ডিজিটাল সেন্টার ঘোষনা করে সম্মাননা প্রদান করা হয়। (মুহাম্মদ আরাফাত হোসাইন, উদ্যোক্তা, ১৩নং ইসলামপুর ইউনিয়ন)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস